ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব জয় করলেন টিমোথি চালামেট
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব হাতে তুললেন টিমোথি চালামেট। তার অভিনীত নতুন সিনেমা ‘মার্টি সুপ্রিম’-এ অনবদ্য অভিনয়ের কারণে তিনি এই পুরস্কারটি পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে অনুষ্ঠিত হয় এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। পুরস্কার গ্রহণের সময় চালামেট বলেন, ‘আমার বাবা আমাকে ছোটবেলায় শেখিয়েছিলেন, যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো। অতীতে এটি আমাকে মাথা উঁচু করে খালি হাতে অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময় শক্তি জুগিয়েছে। এ মুহূর্তকে আরও মধুর করে তুলেছে সেসব অভিজ্ঞতা।‘ উল্লেখ্য, জোশ সাফদির পরিচালনায় নির্মিত এই সিনেমায় টিমোথি একজন দ্রুত-কথক ও টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় দেখা যায়, মার্টি মাউসার নামে এক কাল্পনিক চরিত্রের গল্প, যে টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে এবং এভাবেই ছবিটির গল্প এগিয়ে যায়। এর আগে তিনি ‘কল মি বাই ইওর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওয়নকা’ এবং ‘আ কমপ্লিট আননন’-এর মতো ছবির জন্য মনোনীত হয়েছিলেন; কিন্তু পুরস্কার জেতেননি
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব হাতে তুললেন টিমোথি চালামেট। তার অভিনীত নতুন সিনেমা ‘মার্টি সুপ্রিম’-এ অনবদ্য অভিনয়ের কারণে তিনি এই পুরস্কারটি পেয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে অনুষ্ঠিত হয় এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি।
পুরস্কার গ্রহণের সময় চালামেট বলেন, ‘আমার বাবা আমাকে ছোটবেলায় শেখিয়েছিলেন, যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো। অতীতে এটি আমাকে মাথা উঁচু করে খালি হাতে অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময় শক্তি জুগিয়েছে। এ মুহূর্তকে আরও মধুর করে তুলেছে সেসব অভিজ্ঞতা।‘
উল্লেখ্য, জোশ সাফদির পরিচালনায় নির্মিত এই সিনেমায় টিমোথি একজন দ্রুত-কথক ও টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন।
সিনেমায় দেখা যায়, মার্টি মাউসার নামে এক কাল্পনিক চরিত্রের গল্প, যে টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে এবং এভাবেই ছবিটির গল্প এগিয়ে যায়।
এর আগে তিনি ‘কল মি বাই ইওর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওয়নকা’ এবং ‘আ কমপ্লিট আননন’-এর মতো ছবির জন্য মনোনীত হয়েছিলেন; কিন্তু পুরস্কার জেতেননি। তাই এই জয় তার জন্য আরও বিশেষ হয়ে উঠেছে।
What's Your Reaction?