গলে টেস্টের প্রথম দিনে ৪৫ রানে তিন উইকেট হারানোর পর এক প্রান্তে নাজমুল হোসেন শান্তর দৃঢ়তা, অন্য প্রান্তে মুশফিকুর রহিমের অভিজ্ঞতার ছোঁয়াতে শ্রীলঙ্কার বুকে গড়ে উঠলো এক অপরাজেয় জুটি। দুইজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাদের এই ব্যাটিং ছিলো যেন, দুই প্রজন্মের কথোপকথন! গলের উইকেট, বৃষ্টি, প্রতিপক্ষ সব পেরিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে এই দুই ব্যাটারের ব্যাটে ভড় করে। শান্ত ১৩৬ রানে এবং মুশফিক ১০৫ রান নিয়ে... বিস্তারিত