ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় গুলি, ২ ভাই নিহত

3 weeks ago 14
পাকিস্তানের গুজরাটে ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু।  অভিযোগ সূত্রে প্রতিবেদনে বলা হয়েছে, খেলায় ওভার না দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মামাও। স্থানীয় পুলিশ বলছে, এক সপ্তাহ আগে গুজরাটের মেহসম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলাকালে ওভার না দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষের এক খেলোয়াড় গুলি চালায়। এতে মাঠেই নিহত হন দলের অধিনায়ক। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন তার ভাই ও মামা। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর অধিনায়কের ভাইও মারা যান। আর মামা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
Read Entire Article