ক্রিকেটার বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই

3 hours ago 5

বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অনিশ্চয়তার জন্ম দিয়েছে দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের বিদেশযাত্রা নিষেধাজ্ঞার গুঞ্জন। সকালে বিসিবির দুর্নীতি দমন বিভাগের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে দাবি ওঠে যে বিজয়ের ওপর বিদেশযাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু কালবেলা বিসিবির শীর্ষ পর্যায় থেকে নিশ্চিত হয়েছে, বোর্ডের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ আসে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে কিছু বিষয়ে তদন্ত চলছে এবং তার বিদেশযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বিসিবির শীর্ষ কর্মকর্তারা পরে একে সরাসরি অস্বীকার করেন, যা পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।

কালবেলাকে বিশ্বস্ত সূত্র বলছে, বিসিবির দুর্নীতি দমন ইউনিট কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নজরদারি চালাচ্ছে এবং বিজয়ের নাম সেই আলোচনায় এসেছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সেটি পরিষ্কার নয়। বিসিবির একাংশ বলছে, এটি ভুল তথ্য, আবার অন্য অংশ সরাসরি কিছু বলতে রাজি নয়।

দুর্বার রাজশাহীর পক্ষ থেকেও এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে চলছে নানা জল্পনা।

Read Entire Article