ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণে তামিমের ক্ষোভ

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও মাঠের ক্রিকেটের চেয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের অস্থিরতা। বিসিবির সর্বশেষ নির্বাচনের পর সৃষ্ট অনিয়মের অভিযোগে ঢাকার শীর্ষ আটটি ক্লাব লিগ বর্জন করায় শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে আসরটি। ২০ দলের লিগে প্রথম দিনে মাঠে গড়িয়েছে মাত্র একটি ম্যাচ। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে শনিবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা বিসিবিতে গিয়ে স্মারকলিপি দেন। লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা চেয়ে বিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন তারা। এ ঘটনার প্রেক্ষাপটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পোস্টে তামিম বলেন, বিসিবির সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটাররাই, অথচ সেই ক্রিকেটারদের সঙ্গেই সম্মানজনক আচরণ করা হয়নি। তামিম লিখেছেন, বিভিন্ন ডিভিশনের বহু ক্রিকেটার নিজেদের যৌক্তিক দাবি জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যা তাদের অধিকার। কিন্তু বাস্তবে অনেক ক্রিকেটারকে বিসিবির গেটের বাইরে আটকে রাখা হয়। পরে একটি প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও বাকিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে,

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণে তামিমের ক্ষোভ
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও মাঠের ক্রিকেটের চেয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের অস্থিরতা। বিসিবির সর্বশেষ নির্বাচনের পর সৃষ্ট অনিয়মের অভিযোগে ঢাকার শীর্ষ আটটি ক্লাব লিগ বর্জন করায় শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে আসরটি। ২০ দলের লিগে প্রথম দিনে মাঠে গড়িয়েছে মাত্র একটি ম্যাচ। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে শনিবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা বিসিবিতে গিয়ে স্মারকলিপি দেন। লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা চেয়ে বিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন তারা। এ ঘটনার প্রেক্ষাপটে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পোস্টে তামিম বলেন, বিসিবির সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটাররাই, অথচ সেই ক্রিকেটারদের সঙ্গেই সম্মানজনক আচরণ করা হয়নি। তামিম লিখেছেন, বিভিন্ন ডিভিশনের বহু ক্রিকেটার নিজেদের যৌক্তিক দাবি জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যা তাদের অধিকার। কিন্তু বাস্তবে অনেক ক্রিকেটারকে বিসিবির গেটের বাইরে আটকে রাখা হয়। পরে একটি প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও বাকিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা দুঃখজনক। একজন ক্রিকেটার হিসেবে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তামিম বলেন, ক্রিকেটারদের কথা শোনা ও তাদের সম্মান রক্ষা করা যে কোনো ক্রিকেট বোর্ডের ন্যূনতম দায়িত্ব। উল্লেখ্য, বর্তমান বিসিবি কমিটির অধীনে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মোট ৪৫টি ক্লাব। এর মধ্যে প্রথম বিভাগ লিগের আটটি ক্লাব থাকায় সূচি ঘোষণা হলেও লিগের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow