ক্রিকেটে পাকিস্তান সমর্থন করায় ভারতে ব্যবসায়ীর করুণ পরিণতি

3 hours ago 4

ক্রিকেটে পাকিস্তান সমর্থন করায় ভারতে ব্যবসায়ীর ভয়াবহ পরিণতি হয়েছে। এ ঘটনার জেরে তাকে গ্রেপ্তারসহ ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মালভান এলাকায় একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। এ ছাড়া তার বাবা-মাকে গ্রেপ্তার এবং দোকান ভেঙে ফেলা হয়েছে। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত রোববার (২৩ ফেব্রুয়ারি) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন  একটি অভিযোগ এসেছে। ম্যাচে ১৫ বছর বয়সী ওই ছেলে  পাকিস্তানকে সমর্থন ও স্লোগান দেন। 

সিন্ধুদুর্গের পুলিশ সুপার সৌরভ আগরওয়াল বলেন, ম্যাচ চলাকালীন রাত সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি ওই পরিবারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দাবি করেন যে তিনি কিশোরটিকে বিরোধী স্লোগান দিতে শুনেছেন। পুলিশ সুপার জানান, পথচারী এবং প্রতিবেশীরা পরিবারটিকে জেরা করে। এরপর উভয় পক্ষের মধ্যে বিবাদ বাধে এবং পুলিশকে জানানো হয়। স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়। কিশোরটির বয়স অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে একটি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরের বাবা-মাকে রোববার গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মালভান পৌরসভা পরে তাদের স্ক্র্যাপের দোকানটি ভেঙে ফেলে এবং এই প্রক্রিয়ায় পরিবারটির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পৌরসভার দাবি, দোকানটির অনুমতি ছিল না।

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের ছেলে নিলেশ রাণে এক্স  পোস্টে অভিযোগ করেন, স্ক্র্যাপ বিক্রেতা ভারতবিরোধী মন্তব্য করেছে। তিনি তাকে জেলা থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন, এখনই আমরা তার স্ক্র্যাপ ব্যবসা ধ্বংস করেছি।

এরপর রাণে ভবন ভাঙার ছবি পোস্ট করে মালভান পৌরসভা এবং পুলিশকে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

Read Entire Article