ক্রীড়া দিবসে ভিন্নধাঁচের শোভাযাত্রা

2 days ago 7

আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবসের শোভাযাত্রায় ফুটবল-ক্রিকেটের তারকাদের উপস্থিতি অতীতে ছিল কষ্টকল্পনা। এ আয়োজনে পিছিয়ে থাকা ক্রীড়া ফেডারেশনগুলোর উপস্থিতি লক্ষ্য করা যেত। এবার সেটা বদলেছে, শোভাযাত্রায় হাজির হয়েছিলেন একাধিক ফুটবল ও ক্রিকেট তারকা।

রোববার (০৬ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর ওসমানী মিলনায়তন থেকে শুরু হয় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা। শেষ হয়েছে জাতীয় স্টেডিয়ামে গিয়ে। 

শোভাযাত্রায় জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, সাফজয়ী নারী দলের ফরোয়ার্ড শাহেদ আক্তার রিপা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় দেখা গেল ক্রিকেটার জাকের আলী অনিক ও শরিফুল ইসলামকেও।

শোভাযাত্রা শেষে জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে আয়োজিত হয় ফুটবল প্রতিযোগিতা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। পরে বিভিন্ন ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ খেলাধুলার স্পিরিটকে ধারণ করে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আন্তর্জাতিক ও জাতীয় ক্রীড়া দিবসের গুরুত্ব বর্ণনা করেন। এ সময় গাজায় নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শেফাউল কবীর ক্রীড়া দিবস নিয়ে আলোচনা করেন। এ সময় বেশিরভাগ জাতীয় ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Read Entire Article