ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চান আমিনুল হক 

21 hours ago 4

স্বৈরাচারমুক্ত বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি নওগাঁ পৌর আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে এখন নতুনভাবে ঢেলে সাজাতে চাই। নতুন সেই ক্রীড়াঙ্গনে আর কখনোই দলীয়করণ ও রাজনীতিকরণ হবে না, ইনশাআল্লাহ। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল লতিফ খান খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় নওগাঁ পৌর ওয়ার্ড নং-৭ এবং ওয়ার্ড নং-৪ প্রতিদ্বন্দ্বিতা করে।

অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Read Entire Article