ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরলেন ম্যাজিস্ট্রেট

ক্রেতা সেজে জাটকা কিনতে গিয়ে এক জাটকা বিক্রেতাকে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড পৌর সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ‎ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  এ ঘটনায় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ্সহ সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়। ‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পৌরসদরের মাছ বাজারে এক মাছ ব্যবসায়ী লুকিয়ে লুকিয়ে বিক্রি করছে ইলিশের জাটকা। এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ছদ্মবেশে একজনকে ইলিশের ঝাটকা ক্রয় করতে পাঠানো হয়। জাটকা বিক্রির ঘটনাটি সত্য হওয়ায় সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাটকা ইলিশগুলো জব্দ করা হয়। এতে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হ

ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরলেন ম্যাজিস্ট্রেট

ক্রেতা সেজে জাটকা কিনতে গিয়ে এক জাটকা বিক্রেতাকে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড পৌর সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ‎ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

এ ঘটনায় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ্সহ সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় একটি এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পৌরসদরের মাছ বাজারে এক মাছ ব্যবসায়ী লুকিয়ে লুকিয়ে বিক্রি করছে ইলিশের জাটকা। এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ছদ্মবেশে একজনকে ইলিশের ঝাটকা ক্রয় করতে পাঠানো হয়। জাটকা বিক্রির ঘটনাটি সত্য হওয়ায় সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাটকা ইলিশগুলো জব্দ করা হয়। এতে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন বলেন, জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ৬ কেজি মাছ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow