সামার অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে খেতাবধারী শিরিন আক্তারকে হারিয়ে অ্যাথলেট সুমাইয়া দেওয়ান এবার দ্রুততম মানবী হয়েছেন। কিন্তু তার ভেতরে কোনো উচ্ছ্বাস নেই। সুমাইয়া যেন অন্য সবার চেয়ে আলাদা। তার চলাফেরায় চাকচিক্য নেই। দ্রুততম মানবী হওয়ার পরও সুমাইয়া আগে যা ছিলেন, সেই সাদামাটা, হই হুল্লোড় নেই। মাত্রই ১০০ মিটার জয় করে ফেরা, তবু যেন কিছুই হয়নি। শান্ত স্বভাবের মেয়ে। খুব সুন্দর করে কথা বলেন, খুব... বিস্তারিত