ক্লিফটন গ্রুপ চেয়ারম্যানের বাড়ি ক্রোক করার নির্দেশ

10 hours ago 5

চট্টগ্রামভিত্তিক পোশাক খাতের অন্যতম আমদানি-রপ্তানিকারক ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান এম. কামাল উদ্দিন চৌধুরীর বাড়ি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। ১৫ বছর যাবত বেসিক ব্যাংকের খেলাপি ঋণের ৬৯ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার ২২ টাকা পরিশোধ না করায় আদালত এ আদেশ দিয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। এম. কামাল উদ্দিন চৌধুরী নগরের সার্সন রোডের নীলাঙ্গনের মৃত আলহাজ বজলুস সোবহান চৌধুরীর ছেলে।

চট্টগ্রামের অর্থঋণ আদালতের ব্যাঞ্চ সহকারী রেজাউল করিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১০ সালে পণ্য আমদানির কথা বলে বেসিক ব্যাংকের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে ৫৫ কোটি ২ লাখ ২২ হাজার ৯৪৭ টাকার স্থানীয় এলসি, বৈদেশিক এলসি ও এলটিআর সুবিধা মঞ্জুর করেন। কিন্তু এ টাকা তিনি আর পরিশোধ করেননি। যে কারণে গেল ১৫ বছরে সেই টাকার সুদ দাঁড়ায় ১৯ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৭৫ টাকা। আর সব মিলিয়ে তার ঋণের পরিমাণ দাঁড়ায় ৭৪ কোটি ১১ লাখ ৬০ হাজার ২২ টাকা। 

তিনি আরও বলেন, এ টাকা থেকে তিনি মাত্র ৪ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৬৯ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার ২২ টাকা গেল ১৫ বছরেও পরিশোধ করেননি। যে কারণে তার সম্পদ ক্রোক করার সিদ্ধান্ত নিয়েছেন আদালত।

তার ৫০ কোটি টাকার সম্পদ রয়েছে জানিয়ে ব্যাঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, আরএস ও বিএস খতিয়ানে চট্টগ্রামের কোতোয়া থানার আলমশাহ কাটগড় মৌজায় তার বেশ কিছু সম্পদ রয়েছে। যার দাম কমপক্ষে ৫০ কোটি টাকার কম নয়। এসব সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে।

Read Entire Article