‘ক্ষমতাকে চিরস্থায়ী করতে ইলিয়াস আলীকে গুম করেছিল আ.লীগ’

1 month ago 20

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে ইলিয়াস আলীকে গুম করেছিল আওয়ামী লীগ। তারা ইলিয়াস আলীকে ভয় পেত। কারণ, ইলিয়াস আলী এ দেশের মানুষের গণতন্ত্রের কথা বলতেন। ফ্যাসিস্ট হাসিনার সব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ইলিয়াস আলী সব সময় প্রতিবাদী ছিলেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের এম এ খান অডিটোরিয়ামে বিনামূল্যে চক্ষুশিবির উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুনা বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে শুধুই লুটপাট করেছে। লুটপাটের টাকা বিদেশে পাচার করেছে। রাস্তাঘাটের কোনো উন্নয়নই হয়নি। আর বিএনপি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত একটি দল। বিএনপি সব সময় জনগণের কথা চিন্তা করে। 

তিনি বলেন, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা টাকার অভাবে অথবা দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। আজ এই ফ্রি চক্ষুশিবির তাদের অনেক উপকারে আসবে। 

বিএনপি নেতা জাকির হোসেন ও মাসুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু।

Read Entire Article