বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশ নায়ক তারেক রহমান ।
সোমবার (২৫ আগস্ট) রাতে টাঙ্গাইল শহরের বৃহত্তর আদালত পাড়ার জনসাধারণের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা সর্বনিম্ন পর্যায়ে। আগামী দিনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে ক্ষমতায় আসলে স্বাস্থ্য ব্যবস্থা যাতে সুন্দর হয় সেজন্য সবার ঘরে ঘরে প্রত্যেকের জন্য একটি করে হেলথ কার্ড ব্যবস্থা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সেই স্বাস্থ্যব্যবস্থার কার্ড দেখে স্বাস্থ্যের অবনতি হলে সঠিক সেবা নিতে পারে সেটির ব্যবস্থা গ্রহণ করবে।
মতবিনিময় সভায় টাঙ্গাইল জজ কোর্টের অতিরিক্ত পিপি লাল মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আদালত পারার জনসাধারণ ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।