ক্ষমতার ছায়াতলে থেকে নতুন দল করলে মানুষ গ্রহণ করবে না

6 hours ago 10

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নতুন দল যারা করবেন জনগণের মধ্যে থেকে দলের জন্ম দেন, কোনো ক্ষমতার ছায়াতলে থেকে নয়। ক্ষমতার ছায়াতলে থাকলে মানুষ গ্রহণ করবে না। আপনাদের সম্ভাবনা আছে। আপনারা এ দেশের তারুণ্যের ভবিষ্যতের আশা দেখিয়েছেন। সেটাকে মানুষ কীভাবে গ্রহণ করবে, মানুষের কাছে চলে যান।

তিনি বলেন, কিন্তু এটাকে যদি ক্ষমতা ব্যবহার করে দেশি-বিদেশি মিলিয়ে ষড়যন্ত্রের রূপ দিতে চান বা কোনো মাইনাস ফর্মুলা আনতে চান তাহলে বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে অভিজ্ঞতার জায়গা হিসেবে এটা বলতে পারি। এখান থেকে যার যার ম্যাসেজ পাওয়া তারা এই ম্যাসেজ নিয়ে নেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐকমত্যের বিকল্প নেই শীর্ষক একটি চা-চক্র সেমিনারে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে এই সেমিনার আয়োজন করা হয়।

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে। বয়সে কিছু আসে যায় না। কিন্তু মানুষের দায়িত্ব নিতে হবে। আমাদের একমত হওয়া দরকার ৭২ এর সংবিধানের বিষয়ে। এই সংবিধান ফ্যাসিস্টের জন্ম দিয়েছে। ৭২ সালে সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের অবমাননা করা হয়েছে। এটা মুক্তিযুদ্ধের সঙ্গে সবচেয়ে বড় বেঈমানি। ৭২ সালে সমস্ত ক্ষমতা একজনের মানুষের হাতে দিয়ে জনগণের কনসার্ন ছাড়া সংবিধান তৈরি করা হয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে অভিযুক্ত করতে চাই, জনগণের দাবিকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। বাকশাল এসেছে শেখ হাসিনার হাত ধরে। আমরা সমাধান এনেছি। রাষ্ট্রব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতে হবে। নির্বাচন দরকার সংস্কারের পূর্ণতার জন্য। কোনো সংস্কার নির্বাচনের আগে কোনটা পরে এটা নিয়ে বসা দরকার।

জোনায়েদ সাকি বলেন, জুলাই আগস্টে যে অভ্যুত্থান তৈরি হয়েছে, যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। এটা ৬৯ এর গণঅভ্যুত্থানকে ছাড়িয়েছে। ২৪ ছিল খালি হাতে নিরস্ত্র মানুষের লড়াই। এটা একটা অভূতপূর্ব ঘটনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে। সমস্ত ফ্যাসিবাদীরা সরকারের বিরুদ্ধে লড়েছে। জনগণ অস্ত্রহীনভাবে লড়েছে।

এসময় চা চক্রে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ, জেসএসডি সাধারণ সম্পাদক জহির উদীন মাহমুদ স্বপন, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আরএএস/এমআইএইচএস

Read Entire Article