ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে আহতদের দায়িত্ব নেবে বিএনপি: রিজভী

3 months ago 10

বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে উল্লেখ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ মে) দুপুরে তারক রহমানের দেওয়া নগদ অর্থ সহায়তা পৌঁছে দিতে নরসিংদী সদরে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শহীদদের ত্যাগরে বিনিময়ে এ অন্তর্বর্তী সরকার হয়েছে। তাদের জন্য আমরা আজ নিরাপদে রাজনীতি করতে পারছি। তাদের আমরা ভুলে গেলে চলবে না।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার করতে পারেনি পুরোপুরি।

সঞ্জিত সাহা/জেডএইচ/জিকেএস

Read Entire Article