ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান—চট্টগ্রাম ডিভিশন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪০০ শিক্ষার্থী অংশ নেন। যুবসমাজের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত জানতেই এ আয়োজন করা হয়েছে বলে বিএনপি জানিয়েছে। এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সে লক্ষ্যে সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে এবং তাদের মৌলিক স্বাস্থ্য প্রশিক্ষণ প্রদান করা হবে। এসব হেলথ কেয়ারার গ্রামে গ্রামে ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট একটি গ্রামের জন্য একজন বা দুজন হেলথ কেয়ারার দায়িত্ব পালন করবেন। স্থানীয় জনগণের মধ্য থেকেই তাদের নিয়োগ দেওয়া হবে, যা

ক্ষমতায় এলে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছাতে যে পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান—চট্টগ্রাম ডিভিশন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪০০ শিক্ষার্থী অংশ নেন। যুবসমাজের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত জানতেই এ আয়োজন করা হয়েছে বলে বিএনপি জানিয়েছে।

এক তরুণের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সে লক্ষ্যে সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে এবং তাদের মৌলিক স্বাস্থ্য প্রশিক্ষণ প্রদান করা হবে। এসব হেলথ কেয়ারার গ্রামে গ্রামে ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট একটি গ্রামের জন্য একজন বা দুজন হেলথ কেয়ারার দায়িত্ব পালন করবেন। স্থানীয় জনগণের মধ্য থেকেই তাদের নিয়োগ দেওয়া হবে, যাতে এলাকার মানুষের সঙ্গে সামাজিক ও আবেগী সম্পর্ক কাজে লাগানো যায়।

তারেক রহমান আরও বলেন, হেলথ কেয়ারাররা বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবেন এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন, শৃঙ্খলা ও অভ্যাস সম্পর্কে মানুষকে শিক্ষা দেবেন। এ কর্মসূচিতে ৮০ থেকে ৮৫ শতাংশ নারী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, কারণ নারীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও পরামর্শ দিতে তুলনামূলকভাবে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে গ্রামাঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে।

এদিকে তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow