ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ প্রত্যাখ্যান করবে

3 months ago 60

ইসলামী আন্দোল‌ন বাংলা‌দে‌শের সি‌নিয়র না‌য়ে‌বে আমির মুফ‌তি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ব‌লে‌ছেন, আওয়ামী লীগ খুন, ধর্ষণ, জুলুম ও ভোট ডাকা‌তি ক‌রে‌ছে। এজনই মানুষ তা‌দের থে‌কে মু‌ক্তির জন্য আন্দোলন ক‌রেছে।

তিনি আরও ব‌লেন, যারা ক্ষমতায় যাওয়ার জন্য ভার‌তের সঙ্গে স‌ন্ধি কর‌বে, চু‌ক্তি কর‌বে; দেশের জনগণ তা‌দের প্রত্যাখ্যান কর‌বে।

রোববার (১৫ জুন) সন্ধ্যায় ভোলার বাংলাবাজার চত্বরে গণসমা‌বে‌শে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন ফয়জুল করীম।

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে চুক্তি করলে জনগণ প্রত্যাখ্যান করবে

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যে দ‌লে চাঁদাবাজ আছে, খু‌নি আছে, ধর্ষক আছে, যারা অ‌বৈধ সম্প‌দের মা‌লিক, যে দ‌লে দুর্নী‌তিবাজ আছে তা‌দের জনগণ ভোট দেবে না। ও দ‌ল কেউ কর‌বেন না। ও‌দের বাংলা‌দেশ থে‌কে উৎখাত কর‌বে জনগণ।

ভোলা সদর উপ‌জেলার দ‌ক্ষিণ দিঘলদী ইউনিয়‌নের ইসলামী আন্দোল‌ন বাংলাদেশের সভাপ‌তি মাস্টার হা‌বিবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথির বক্তব্য রা‌খেন ইসলামী শ্রমিক আন্দোল‌নের সহকারী সে‌ক্রেটারি এম ওবা‌য়েদুর রহমান, জেলার উত্তর শাখার সভাপ‌তি আতাউর রহমান মোমতাজী, সে‌ক্রেটারি ত‌রিকুল ইসলাম তা‌রেক প্রমুখ।

জু‌য়েল সাহা বিকাশ/এসআর/এএসএম

Read Entire Article