ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন টেইলর সুইফট

মঞ্চের আলো, বিশ্ব চার্টে শীর্ষস্থান আর কোটি ভক্তের উন্মাদনার বাইরে টেইলর সুইফটের আরেকটি পরিচয় আছে, সেটি হলো মানবিকতার প্রতীক। গান দিয়ে যেমন তিনি হৃদয় জয় করেন, তেমনি নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়ে লিখে যান ভালোবাসার আরেকটি গল্প। হাসপাতালের করিডোর থেকে দুর্যোগকবলিত জনপদ, প্রতিবারই তার উপস্থিতি যেন হয়ে ওঠে আশার আলো। এবারও ঠিক তেমনই এক মানবিক উদ্যোগে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় টেইলর সুইফট। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফিডিং আমেরিকার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই তথ্যটি জানানো হয়। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে।  ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লেখেন, টেইলর সুইফটের এই উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এর আগেও চলতি বছরের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় টেইলর ৫০ লাখ ডলার অনুদান

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন টেইলর সুইফট

মঞ্চের আলো, বিশ্ব চার্টে শীর্ষস্থান আর কোটি ভক্তের উন্মাদনার বাইরে টেইলর সুইফটের আরেকটি পরিচয় আছে, সেটি হলো মানবিকতার প্রতীক। গান দিয়ে যেমন তিনি হৃদয় জয় করেন, তেমনি নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়ে লিখে যান ভালোবাসার আরেকটি গল্প। হাসপাতালের করিডোর থেকে দুর্যোগকবলিত জনপদ, প্রতিবারই তার উপস্থিতি যেন হয়ে ওঠে আশার আলো। এবারও ঠিক তেমনই এক মানবিক উদ্যোগে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় টেইলর সুইফট।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে কাজ করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফিডিং আমেরিকার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই তথ্যটি জানানো হয়। পাশাপাশি সংস্থাটির পক্ষ থেকে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে একটি বার্তাও প্রকাশ করা হয়েছে। 

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো লেখেন, টেইলর সুইফটের এই উদার অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

এর আগেও চলতি বছরের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় টেইলর ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন।

এছাড়া ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় তিনি দেন আরও ১০ লাখ ডলার। পাশাপাশি, কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত এক নারীর পরিবারের জন্যও আর্থিক সহায়তা করেছিলেন এই গায়িকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow