ক্ষুধার্ত পাখিদের গানআকাশ খেতে ইচ্ছে হলে আকাশের কাছে যাই।
আমি খুব ক্ষুদ্র হয়ে আছি
হা-এর ছিদ্রটা একটু বড় হলে
আকাশটা একদিন টুকরো টুকরো হয়ে
হা-এর ভেতর ঢুকে যাবে!দুই.ঘর থেকে এক কৌটা ঘুম চুরি হয়ে গেছে
ঘুমের দাম এই বাজারে অবমূল্যের তালিকায়
এরপর পাশের বাড়ির দরজায় পেরেক ঠুকে ঝুলিয়ে রাখা ঘুম দেখে
চুরি যাওয়া ঘুমকে মনে পড়ে গেল।
সেই সময়
নাক পেঁচিয়ে খড়খড়ে ঘুম হুসহুস করে ডাকছিল আমাদের চুরি... বিস্তারিত