ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান

2 months ago 5

জাপান তাদের নিজস্ব ভূখণ্ডে প্রথমবারের মতো একটি ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া ছিল বর্তমান কঠিন নিরাপত্তা পরিস্থিতিতে প্রশিক্ষণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

হোক্কাইডোর প্রশিক্ষণ ঘাঁটি থেকে জাপানের গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্স একটি টাইপ-৮৮ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জলসীমায় আঘাত হানে।

জাপান সাধারণত এ ধরনের মহড়া যুক্তরাষ্ট্রে করে থাকে। তবে সেখানে প্রশিক্ষণের ব্যয় বেশি এবং অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত থাকে। তাই দেশীয়ভাবে এমন মহড়াকে আরও কার্যকর ও অর্থনৈতিক বলে মনে করছে জাপান সরকার।

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, দেশীয় লাইভ-ফায়ার মহড়াগুলো আরও বেশি সংখ্যক সেনার জন্য প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে এবং দ্বীপাঞ্চল ও অন্যান্য এলাকা প্রতিরক্ষায় সক্ষমতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, এই মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, তবে পূর্ববর্তী বিবৃতিতে জাপান চীনকে তাদের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছে।

দুর্বল ইয়েনের কারণে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের ব্যয়ও বেড়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

জাপান বর্তমানে একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনার আওতায় তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের ২ শতাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যা ন্যাটো স্ট্যান্ডার্ডের সমান।

এছাড়াও, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মৈত্রী জোরদার করছে জাপান, বিশেষ করে চীন কর্তৃক তাইওয়ানের সম্ভাব্য আগ্রাসনের ঝুঁকি মোকাবিলায়।

সূত্র: জাপান টাইমস

এমএসএম

Read Entire Article