লিওনেল মেসি ফুটবল মাঠে আগ্রাসী হতে পারেন, তবে এবার তিনি যেন ছাড়িয়ে গেলেন নিজেকেও! ২০২৫ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের প্রথম ম্যাচ শেষে রেফারিকে সরাসরি ‘কাপুরুষ’ বলে আক্রমণ করলেন ইন্টার মায়ামির অধিনায়ক।
চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচটিতে মেসির ইন্টার মায়ামি শুরুটা করেছিল দুর্দান্তভাবে। শুরুতেই গোল করেন টমাস অ্যাভিলেস, কিন্তু কয়েক মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর ১০ জনের দল নিয়েই লড়াই চালিয়ে যায় মায়ামি, এবং শেষ মুহূর্তে মেসির দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ২-২ ড্র নিশ্চিত করে হেরনসরা।
তবে এই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন মেসি। অ্যাভিলেসের বিতর্কিত লাল কার্ড, একের পর এক সিদ্ধান্ত মায়ামির বিপক্ষে যাওয়া- এসব নিয়ে জমে থাকা ক্ষোভ ম্যাচ শেষে বিস্ফোরণ ঘটায়!
ফাইনাল হুইসেল বাজার পরপরই মেসি রেফারি আলেক্সিস দা সিলভার মুখোমুখি হন। সেখানে ঠান্ডা মাথায় কথা বলার বদলে ক্ষুব্ধ মেসিকে দেখা যায় রেফারির দিকে তেড়ে যেতে। তিনি চিৎকার করে বলেন, ‘তুমি কাপুরুষ!’
টিওয়াইসি স্পোর্টস এক লিপ-রিডার ব্যবহার করে নিশ্চিত করেছে যে মেসির মুখ থেকে ঠিক এই কথাটিই বের হয়েছিল। তবে এখানেই শেষ নয়, মেসি মুখ ঢেকে আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট বোঝা যায়নি। ধারণা করা হচ্ছে, রেফারির সিদ্ধান্ত নিয়ে আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি।
রেফারির সঙ্গে বাদানুবাদ শেষে মেসি আরও একটি বিতর্কে জড়ান। নিউইয়র্ক সিটির সহকারী কোচ নেহদি বালুচির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মেসি তার গলায় হাত রাখেন! ভিডিও ফুটেজে দেখা যায়, বালুচি অবাক হয়ে মেসির দিকে তাকিয়ে ছিলেন, কিন্তু মেসি যেন তাতেও থামতে রাজি ছিলেন না।
৩৭ বছর বয়স হলেও মেসির ভেতরের জয়ের ক্ষুধা এতটুকু কমেনি- এটাই প্রমাণ হলো এই ঘটনায়। ম্যাচের প্রতিটি মুহূর্তকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন, এবং তার দল অন্যায্য কিছু সহ্য করবে- এটা মেনে নেওয়ার মানুষ তিনি নন।
এখন দেখার বিষয়, মঙ্গলবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে তিনি কতটা ঠাণ্ডা মাথায় খেলতে পারেন। প্রথম লেগে তুষারঝড়ে একমাত্র গোলটি করেছিলেন মেসি, এবারও কি তেমন কিছু দেখা যাবে? নাকি আগের ম্যাচের উত্তেজনা তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে? ফুটবলপ্রেমীরা নিঃসন্দেহে সেটাই দেখার অপেক্ষায়!
Lionel Messi ended up furious with the referee after the controversial Inter Miami vs. New York match, which ended 2-2.
The Herons had to play over an hour with one player less.#MLS #Messi pic.twitter.com/wSGhtrZuuA