ঢালিউরে জনপ্রিয় চিত্রনায়ক নিরব। নতুন বছরে ভক্তদের জন সুখবর দিলেন তিনি। নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। ছবির নাম ‘গোলাপ’। এতে নাম ভূমিকায় দেখা যাবে নিরবকে। রোববার (১৯ জানুয়ারি) সকাল নয়টার দিকে সামাজিকমাধ্যমে ফার্স্টলুক পোস্টার শেয়ার করে সিনেমাটির ঘোষণা দেন তিনি।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। ছবিটির ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে, বন্দুক হাতে রক্তাক্ত নিরব। গলায় রক্তের দাগ লেগে আছে। চোখে-মুখে রাগের অভিব্যক্তি। যেন ক্ষোভের আগুনে জ্বলছেন গোলাপ চরিত্রের নিরব।
নতুন এ সিনেমা নিয়ে নিরব বলেন, ‘কর্মজীবী মানুষদের জীবন শুরুই হয় সকাল বেলা। যারা সকাল সকাল নিজেদের জীবিকার তাগিদে বাসা থেকে বের হয়ে যান। এইসব কর্মীজীবী মানুষদের সঙ্গে আমাদের সিনেমার জার্নিটাও শুরু হোক, সেই ভাবনা থেকেই সকাল ৯টার দিকে ফার্স্ট লুক পোস্টারটি উন্মোচন করা হয়েছে।’
‘সিনেমাটির গল্পটা ইউনিক। আবার মনে হতে পারে খুব চেনা গন্ডির না বলা কিছু। এই গল্পে গোলাপের মতোই কোমলতা আছে, কাঁটার আঘাতের রক্তাক্ত হওয়ার যন্ত্রণাও থাকবে। প্রেম, ক্ষোভ, ন্যায় ও অন্যায় সব অনুভূতিগুলো ফুটে উঠবে। আপাতত এটুকুই বলতে পারব। বেশ অনেক দিন ধরে সিনেমাটি নিয়ে কথা হচ্ছিল। এর গল্প এবং পরিচালকের পরিকল্পনা শুনে মনে হলো, এটা করা উচিত। এটা তার প্রথম সিনেমা। কিছুটা প্রস্তুতিরও বিষয় ছিল। এখানে আমার যে চরিত্রটা সেটার যেন জাস্টিস হয় সেই চেষ্টাই করছি’- ছবিটি প্রসঙ্গে বলেন নিরব।
সাসপেন্স থ্রিলার এবং অ্যাকশন ঘরানার এই সিনেমাটির গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন অনিক বিশ্বাস। পরিচালনা করছেন সামছুল হুদা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করে লেখেন, ‘লোকে কি ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা!' ক্যাপশনটি বেশ মনে ধরেছে নিরবের অনুরাগীদের। অনেকে এটি কপি করে পোস্টারটি শেয়ার করে নিরবকে শুভেচ্ছা জানাচ্ছেন।
সিনেমাটির নায়িকা কে হচ্ছেন জানতে চাইলে পরিচালক রহস্য জিইয়ে রাখলেন। তিনি বলেন, ‘এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। আর নায়িকা থেকে শুরু করে অন্যান্য শিল্পী নির্বাচনে চমক রাখার চেষ্টা করছি। শিগগিরই জানাবো বিস্তারিত।’
পরিচালক নিশ্চিত করলেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হবে। সবকিছু পরিকল্পনা মাফিক করতে পারলে আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান তিনি।
এমআই/এলআইএ/জিকেএস