খুলনার কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে একজনকে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কয়রার মহারাজপুর ইউনিয়নের শিমলার আইট গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. আবুল কাশেম সরদার দৈনিক জনতা পত্রিকার চিফফটো সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল হালিমের বড় ভাই। হামলার ঘটনায় আহত আবুল কাশেম কয়রা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে কয়রার মহারাজপুর ইউনিয়নের শিমলার আইট গ্রামের মো. আবুল কাশেম সরদারের সাথে প্রতিবেশী মিনারুল সরদার ও মনিরুল সরদার এছার আলীর সরদার মুনছুর সরদার গংদের মধ্যে বিরোধ চলে আসছে। তারই রেশ ধরে বুধবার হঠাৎ তারা জায়গা দখল করতে আসে। এ সময় আবুল কাশেম সরদার ঘটনাস্থালে আসলে এক পর্যায়ে মিনারুল, মনিরুল ও তাদের লোকজন সাংবাদিক আব্দুল হালিমের বাড়িতে হামলা করে।
এ সময় হামলাকারীদের বাধা দিলে সাংবাদিক আব্দুল হালিমের বড় ভাই মো. আবুল কাশেম সরদারকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে সাংবাদিক হালিমের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে প্রতিপক্ষরা এখনও সাংবাদিক হালিমের পরিবারের লোকজনদের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।
কয়রা থানার ওসি জিএম ইমদাদুল হক বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শিমলার আইট গ্রামে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়। আহত আবুল কাশেম সরদার থানায় সাধারণ ডায়েরি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।