কয়লায় চালিত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শঙ্কা
দেশে বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদনের অন্যতম জ্বালানি হচ্ছে কয়লা। কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখন ৭ হাজার মেগাওয়াটের বেশি। অথচ কয়লা সংকট এবং বিদ্যুৎ কেন্দ্র রক্ষণাবেক্ষণের কারণে এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উৎপাদন হচ্ছে মাত্র ২ হাজার মেগাওয়াটের কম বিদ্যুৎ। এর ফলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতার বড় একটা অংশই ব্যবহার করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, বকেয়া বিদ্যুৎ বিল, ডলারের সংকট ও দরপত্র জটিলতায় কয়লা সরবরাহ স্বাভাবিক রাখতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো। এ অবস্থায় এই বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়