‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ সফল করার লক্ষ্যে মানিকগঞ্জে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলার বেউথা কেন্দ্রীয় জামে মসজিদে সভা অনুষ্ঠিত হয়।
জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শামসুল আরেফিন খান সাদীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
তিনি বলেন, হজরত মুহাম্মাদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। তারপরে নতুন করে কেউ নবী-রাসুল হিসেবে আগমন করবেন না। এটা কোরআন-সুন্নাহ ও ইজমা-কিয়াসের সর্বসম্মত বক্তব্য। এটাই ইসলামের মৌলিক আকিদা ও বিশ্বাস। যারা এটা অস্বীকার করবে কিংবা সন্দেহ পোষণ করবে, নিঃসন্দেহে তারা কাফের। তাদের যারা কাফের বলবে না, তারাও কাফের।
প্রবীণ এই আলেম বলেন, তথাকথিত ‘আহমদীয়া মুসলিম জামাত’ নামধারী কাদিয়ানিরা নিজেদের মুসলিম দাবি করলেও উল্লিখিত বিশ্বাসটি অস্বীকার করে। তারা ভারতে জন্ম নেওয়া গোলাম আহমদ কাদিয়ানিকে নিজেদের নবী ও রাসুল হিসেবে বিশ্বাস করে। ফলশ্রুতিতে তারা ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস থেকে বের হয়ে গেছে। অনতিবিলম্বে তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা দ্বীন মোহাম্মদ পীর সাহেব জায়গীর প্রমুখ।

1 week ago
11









English (US) ·