খাইয়েছেন মুসল্লিদের, বিল নেননি রেস্তোরাঁয়

3 months ago 55

৩৩ বছর আগে অভিনয় শুরু করেছিলেন ওমর সানী। এখন আর এই অঙ্গনে তেমন সক্রিয় নন তিনি। শুরু করেছেন ব্যবসা। তবে সোস্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেতা। সেখানেই আজ হঠাৎ প্রয়াত মা-বাবা কাছে ক্ষমা চাইলেন ওমর সানী। কিন্তু কেন?

আজ (২৩ মে) শুক্রবার ওমর সানীর মা মনোয়ারা বেগমের ২৫তম মৃত্যুবার্ষিকী। তার বাবার নাম মো. মজিবর রহমান। ফেসবুকে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। এই দিনে আমি এতিম হয়েছি। আমার মা আমার বাবা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সেবা করতে পারিনি, আল্লাহ, সমস্ত কিছুর মালিক আপনি।’

মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মানিকগঞ্জের আরঙ্গবাদের একটি মসজিদের মুসল্লিদের খাইয়েছেন ওমর সানী। তাদের কাছেও মায়ের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, এ দিন জুমার নামাজের পর যারা তার রেস্তোরাঁয় খেতে গেছেন, তাদের কাছ থেকেও খাবারের দাম নেননি সানী। মানিকগঞ্জ থেকে ওমর সানী জাগো নিউজকে বলেন, ‘মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

খাইয়েছেন মুসল্লিদের, বিল নেননি রেস্তোরাঁয়

গত ৬ মে ছিল ওমর সানীর জন্মদিন। ঘটা করে দিনটি উদযাপন করেননি তিনি। সেদিন জাগো নিউজকে ওমর সানী বলেন, ‘বাবা-মায়ের কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গেছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখেরও। এই মাসেই আবার আমার জন্মদিন, তাই সুখেরও। এই মাসে আমি কোনো পারিবারিক অনুষ্ঠান রাখি না, রাখবো না। যতদিন বাঁচবো, ততদিন রাখবো না।’

‘চাঁদের আলো’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় ওমর সানীর। তারপর বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ১৯৯৬ সালে অভিনেত্রী মৌসুমীকে বিয়ে করেন ওমর সানী। সফল জুটি হিসেবে বেশ কিছু ছবিতে কাজ করেছেন তারা।

এমআই/আরএমডি/এএসএম

Read Entire Article