খাগড়াছড়ি মৎস্য কর্মকর্তার গাড়ির ধাক্কায় স্কুল শিক্ষার্থী আহত, চট্টগ্রামে প্রেরণ
খাগড়াছড়িতে মৎস্য কর্মকর্তার গাড়ির ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়েছে। আহত শিক্ষার্থীর নাম স্বপ্নময় দাস (৮)। তিনি খাগড়াছড়ি ইংলিশ ভয়েস স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম বাপ্পি দাস এবং মাতার নাম জয়া দাস। প্রত্যক্ষদর্শীরা জানান, নারিকেল বাগানের বর্ণ রিসোর্টের সামনে সড়ক পারাপারের সময় অনাকাঙ্ক্ষিতভাবে এ দূর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই স্বপ্নময় দাসকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। এ বিষয়ে খাগড়াছড়ি ইংলিশ ভয়েস স্কুলের প্রধান শিক্ষক মো. মামুন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'স্বপ্নময় আমাদের স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করছি।' ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খাগড়াছড়িতে মৎস্য কর্মকর্তার গাড়ির ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত শিক্ষার্থীর নাম স্বপ্নময় দাস (৮)। তিনি খাগড়াছড়ি ইংলিশ ভয়েস স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম বাপ্পি দাস এবং মাতার নাম জয়া দাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারিকেল বাগানের বর্ণ রিসোর্টের সামনে সড়ক পারাপারের সময় অনাকাঙ্ক্ষিতভাবে এ দূর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই স্বপ্নময় দাসকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে খাগড়াছড়ি ইংলিশ ভয়েস স্কুলের প্রধান শিক্ষক মো. মামুন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'স্বপ্নময় আমাদের স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী। আমরা তার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করছি।'
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ বলেন, 'আমাদের গাড়ির সামনে একটি অটোরিকশা ছিল, পিছনে আমরা ছিলাম। অটোরিকশা সরে যাওয়াতে চালক আমাদের গাড়ি টান দিতে গেলে স্কুল শিক্ষার্থী আমাদের গাড়ির সামনে এসে পড়ে। এতে সে আহত হয়।তখন আমি গাড়িতেই ছিলাম। গাড়ি থেকে নেমে দ্রুত তাকে আমরা উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে শিশু শিক্ষার্থী স্বপ্নময় দাসকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে প্রেরন করা হয়েছে।'
খাগড়াছড়ি সদর থানার সাব ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সুলতান মাহমুদ সাকিব বলেন, 'মৎস্য কর্মকর্তার গাড়ির ধাক্কায় আহত স্কুল শিক্ষার্থীকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে প্রেরন করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালক পলাতক রয়েছে। আহত স্কুল শিক্ষার্থীর অভিভাবক যদি মামলা করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।'
What's Your Reaction?