খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

1 month ago 26

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পৌরসভা ও সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সাত দিনের জন্য এ সহায়তা দেওয়া হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে খাদ্য সহায়তা তুলে দেন খাগড়াছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল।

এসময় ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ বাতেন মৃধা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা ও সেক্রেটারি মো. সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট মানবতার সেবায় সবসময় সামনে থেকে তাদের দায়িত্ব পালন করছে। খাগড়াছড়ির সাম্প্রতিক বন্যায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ক্ষতিগ্রস্তদের উদ্ধারসহ খাবার বিতরণ কার্যক্রম প্রশংসনীয়।

মুজিবুর রহমান ভূঁইয়া/জেডএইচ/এএসএম

Read Entire Article