খাগড়াছড়ি প্রেসক্লাবের নেতৃত্বে তরুণ-প্রফুল্ল

2 months ago 36

খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত করে প্রথমবারের মতো ক্লাবের সদস্যদের ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরুন কুমার ভট্টাচার্য সভাপতি এবং বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. দিদারুল আলম রাজু।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলের দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনার দ্বিতীয় অধিবেশনে প্রেস ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. জহুরুল আলম, অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম-সম্পাদক সমীর মল্লিক, কোষাধ্যক্ষ রিপন সরকার, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইশতিয়াক আহম্মেদ, আবাসন সম্পাদক চাইথোয়াই মারমা, পাঠাগার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফর সবুজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুর মোহাম্মদ হৃদয়।

দুই বছর মেয়াদী এই কমিটিতে নির্বাহী সদস্য পদে যমুনা টিভির শাহরিয়ার ইউনুছ, প্রথম আলোর জয়ন্তী দেওয়ান, দৈনিক সবুজ পাতার সম্পাদক মো. জুলহাস উদ্দিন, দৈনিক নয়াদিগন্তর মো. রফিকুল ইসলাম, সভাপতি, গুইমারা প্রেসক্লাব, সভাপতি, মহালছড়ি প্রেসক্লাব, সভাপতি, রামগড় প্রেসক্লাব, সভাপতি, পানছড়ি প্রেসক্লাব, সভাপতি, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব, সভাপতি, মাটিরাঙ্গা প্রেসক্লাব, সভাপতি, মানিকছড়ি প্রেসক্লাব ও সভাপতি, দীঘিনালা প্রেসক্লাব মনোনীত হয়েছেন।

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ৯ আগস্ট বিকেলের দিকে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে জেলার গণমাধ্যমকর্মীদের কণ্ঠভোটে ১১ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাহাড়ে সাংবাদিকতার পুরোধা দৈনিক গিরিদর্পনের প্রকাশক ও সম্পাদক একেএম মকছুদ আহমেদ।

মুজিবুর রহমান ভূঁইয়া/এফএ/এমএস

Read Entire Article