খাগড়াছড়িতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

11 hours ago 5
খাগড়াছড়ির গুইমারায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুইমারা বড়পিলাক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার জসিম ত্রিপুরা প্রকাশ রুবেল ত্রিপুরা হরকুমার কারবারিপাড়ার বাসিন্দা গৃদ্বিজয় ত্রিপুরা ছেলে এবং মো. মঞ্জুর আলম কলাবাড়ি এলাকার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে। জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী গুইমারার বড় পিলাক বাজারসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়েছে।  গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।
Read Entire Article