খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ বসতঘর পুড়ে ছাই, আহত ১

খাগড়াছড়ি পৌর সদরের কলাবাগানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় নুরুল আলম নামে একজন বাড়ির মালিক আহত হয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু শহরের নারিকেল বাগানে একটি রাজনৈতিক দলের র‍্যালির কারণে যানজটে আটকা পড়েন। তিনি জরুরি সেবার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।খাগড়াছড়ি সদর থানার সাব ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত ওসি) মো. সুলতান মাহমুদ সাকিব বলেন, কলাবাগানে চারটি বসতঘর পুড়ে গেছে। তাঁরা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তাঁরা আগুন লাগার মূল কারণ বের করতে আরও তদন্ত চালা

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ বসতঘর পুড়ে ছাই, আহত ১

খাগড়াছড়ি পৌর সদরের কলাবাগানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় নুরুল আলম নামে একজন বাড়ির মালিক আহত হয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু শহরের নারিকেল বাগানে একটি রাজনৈতিক দলের র‍্যালির কারণে যানজটে আটকা পড়েন। তিনি জরুরি সেবার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি সদর থানার সাব ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত ওসি) মো. সুলতান মাহমুদ সাকিব বলেন, কলাবাগানে চারটি বসতঘর পুড়ে গেছে। তাঁরা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তাঁরা আগুন লাগার মূল কারণ বের করতে আরও তদন্ত চালাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow