খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এই মহাসমাবেশ হয়।
এ সময় ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে পরদিন রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত জেলায় সড়ক অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়।
এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জমায়েত হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে সমাবেশ করে। ‘জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত কর’ স্লোগানকে সামনে রেখে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েক হাজার পাহাড়ি নারী-পুরুষ নিপীড়নবিরোধী মহাসমাবেশে অংশ নেয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে স্বজনরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।