পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আবারো নারী ও শিশুসহ ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরের দিকে তাদের মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাত্র বিশ দিনের মাথায় আবারো নারী, পুরুষ ও শিশুসহ ১৩ জনকে পাঠিয়েছে বিএসএফ। তারা বর্তমানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রয়েছেন। পরিচয় যাচাইবাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হন সেক্ষেত্রে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঠেলে পাঠানো ব্যক্তিদের বরাত দিয়ে মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ওসমান আলী জানান, তারা ভারতের মহারাষ্ট্রে ইটভাটা শ্রমিক ও রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন। তাদের কেউ বিশ বছর কেউবা নয় বছর আগে ভারতে যান বলেও জানান তিনি।
এর আগে গত ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর ও তাইন্দং সীমান্ত দিয়ে ৪২ জনকে ও পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে ২৪ নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এছাড়া ২২ মে জেলার রামগড় সীমান্ত দিয়ে ৫ জনক, ২৬ মে মাটিরাঙ্গার আচালং সীমান্ত দিয়ে ১৯ জনকে ও সবশেষ ৩০ মে ১৪ জনকে ঠেলে পাঠায় বিএসএফ।
এমএন/জেআইএম