খাগড়াছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

2 months ago 35

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলমসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাকি তিনজন হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল জলিলের নাম জানা গেছে। অপরজনের নাম জানা যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আওয়ামী লীগ নেতা মো. দিদারুল আলমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এবিষয়ে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, তাদের খাগড়াছড়ি নিয়ে আসতে পুলিশের একটি টিম চট্টগ্রামে গেছে।

মুজিবুর রহমান ভূঁইয়া/আরএইচ/জেআইএম

Read Entire Article