খাটের উপরে স্ত্রীর মরদেহ, সন্তানদের নিয়ে উধাও স্বামী

2 days ago 13

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ওড়না দিয়ে মুখ আটকানো অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালিগাও ইউনিয়নের বাজার সংলগ্ন মিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মাহামুদা বেগম (৩১) মাদারীপুর জেলার মো. রুবেল লস্করের স্ত্রী বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, রুবেল তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বালিগাও বাজার সংলগ্ন মুরগিপট্টির পিছনে তিনদিন আগে ছানাউল্লাহ মিয়ার বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। সকালে কাউকে কিছু না বলে রুবেল তার সন্তানদের নিয়ে ঘরের বাহিরে হেজবল ছিটকিনি আটকে রেখে চলে যায়। সারাদিন ঘরের ছিটকিনি বন্ধ দেখে স্থানীয় ইউপির উপস্থিতিতে ঘর খুললে রুবেলের স্ত্রীকে খাটের উপরে ওড়না দিয়ে মুখ আটকানো মৃত অবস্থায় পাওয়া যায়। 

স্থানীয়রা আরও জানান, মাহামুদার স্বামী একজন মাদকাসক্ত ছিল। স্ত্রীকে হত্যা করে সে তার সন্তানদের নিয়ে পালিয়েছে।  

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ওসি মো. মুহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।     
 

Read Entire Article