দলছুট একদল হনুমান উপজেলার বিভিন্ন গ্রামে খাবারের খোঁজে দাপিয়ে বেড়াচ্ছে। কখনো দল বেঁধে কিংবা দলছুট হয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হনুমানগুলোকে। খাদ্যের সন্ধানে আসা হনুমানগুলো মানুষের হাত থেকে খাবারও নিচ্ছে।
লোকালয়ে চলে আসা এসব মুখপোড়া হনুমান যশোরের কেশবপুরের বলে মনে করছেন চৌগাছার প্রাণীসম্পাদ অফিসার। তিনি বলেন, এদেরকে আবার চশমা পরা বা কালো হনুমান বলে। এসকল দলছুট হনুমান খাবারের... বিস্তারিত