খাবার ঘর ছোট? সমস্যা নেই, সাজান বুঝেশুনে

1 day ago 10
ছোট ফ্ল্যাট, ছোট খাবার ঘর—এই গল্প এখন অনেক শহরবাসীর। তবে ছোট জায়গা মানেই কি স্টাইল বাদ? একেবারেই না! বরং এখন ট্রেন্ড হলো হালকা, ছিমছাম, কাজের মতো ডিজাইন। আরও পড়ুন : ঋণ নেওয়ার আগে যেসব চিন্তাভাবনা জরুরি আরও পড়ুন : ডাবিং নিয়ে সুখবর দিল ইউটিউব মিনিমাল ডিজাইন এখন ঘরের অন্দরসজ্জায় রাজত্ব করছে। কম আসবাব, সাদামাটা নকশা, আর একটু চিন্তা করে সাজালে আপনার ছোট্ট খাবার ঘরটাও হয়ে উঠতে পারে দারুণ একটা আরামদায়ক কোণ। কম জায়গা, বেশি কাজ—এটাই মূল মন্ত্র খাবার ঘরে বড় টেবিল-চেয়ারের দিন এখন আর নেই। বরং ছোট টেবিল আর হালকা চেয়ার এখন বেশি পছন্দ করছেন সবাই। - চেয়ারের বদলে বেঞ্চ? দারুণ আইডিয়া! দেয়ালের পাশে একটা ছোট বেঞ্চ রাখলে বাচ্চাদের জন্য জায়গাও হয়, আবার জায়গাও বাঁচে। - ড্রাই কিচেন থাকলে আরও ভালো। চা-কফি বানানো, হালকা স্ন্যাকস, বা গেস্ট এলে মিষ্টি রাখার জন্য একটা ছোট জায়গা রাখুন। ওভেন, কফি মেকার, কিছু থালা-বাসন রাখার জন্য ছোট কেবিনেটই যথেষ্ট। - যদি ড্রাই কিচেন না থাকে, একটা ডিনার ওয়াগন রাখুন—যেটায় খাবার বা পানীয় পরিবেশন করা যাবে সহজেই।
Read Entire Article