খারাপ মানুষের সম্মান বাড়ছে : সাবেক এমপি গিয়াস উদ্দিন

2 weeks ago 18
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, আমাদের দেশে যা হওয়া উচিত ছিল, তা হচ্ছে না। হচ্ছে তার উল্টোটা। যেখানে ভালো মানুষের সম্মান-কদর বৃদ্ধি হওয়া দরকার, তা না হয়ে দিন দিন খারাপ মানুষের সম্মান বৃদ্ধি পাচ্ছে।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় নারায়ণগঞ্জ জেলা মোটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  গিয়াস উদ্দিন বলেন, একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মেহনতি শ্রমজীবী মানুষ সম্মান পাওয়ার যোগ্য, অথচ সম্মান পাচ্ছে খারাপ মানুষ। একজন চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও মাস্তান অর্থবিত্তের মালিক হলে তাকে সমাজের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি করে সম্মান দেওয়া হয়। তখন সে মনে করে, আমি আসলে সম্মান পাওযার যোগ্য না। সম্মান পাচ্ছি অর্থ আছে বলে। ফলে সে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য আরও বেশি লালায়িত হয়ে পড়ে। সংগঠনটির সভাপতি এমএ রবের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মোটর মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম প্রমুখ।
Read Entire Article