খালে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
                    
            
            কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু হয়েছে। 
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এই দুর্ঘটনা ঘটে।  
শিশুরা হলো— ওই এলাকার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) ও আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা সবাই সম্পর্কে চাচাতো ভাই। 
ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা যায়, শিশুরা সন্ধ্যায় খালের পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে পড়ে যায়। স্থানীয়রা মাহিন ও মিশকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে নাজমুল হাসান সানিলকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমিনুল হক কালবেলাকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।                    
                    
        
        
                        1 week ago
                        11
                    








                        English (US)  ·