কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়া খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- আলীনগর পশ্চিমপাড়ার মাসুক মিয়ার ছেলে মাহিন (৬), আবদুস সাত্তারের ছেলে নাজমুল হাসান সানিল (৫) এবং আবুল কালামের ছেলে মিশকাত (৪)। তারা তিনজনই চাচাতো ভাই।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে শিশুরা খালের পাশে খেলছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাহিন ও মিশকাতকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খাল থেকে অপর শিশু নাজমুল হাসান সানিলের মরদেহ উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করে।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল হক পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পূর্বেই এই তিন শিশুর মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পানিতে ডুবে তিন শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিন শিশুর মরদেহ তাদের নিজ বাড়িতে রয়েছে ৷ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে রাসেল/কেএইচকে/এএসএম

12 hours ago
6









English (US) ·