খালেদা জিয়া মানুষের ভোটাধিকারের প্রতীক : আমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমান উল্লাহ আমান। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক। দেশবাসী আজ তার রোগমুক্তি কামনা করছে। তিনি আরও বলেন, দেশে চলমান দুঃশাসন ও রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে বিএনপির নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসছে। খুব শিগগিরই মুক্তির সংগ্রাম বিজয়ের পথে পৌঁছাবে। ‘জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক আনোয়ার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস

খালেদা জিয়া মানুষের ভোটাধিকারের প্রতীক : আমান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমান উল্লাহ আমান। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক। দেশবাসী আজ তার রোগমুক্তি কামনা করছে। তিনি আরও বলেন, দেশে চলমান দুঃশাসন ও রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে বিএনপির নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসছে। খুব শিগগিরই মুক্তির সংগ্রাম বিজয়ের পথে পৌঁছাবে। ‘জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় পাঁচ হাজার শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক আনোয়ার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। শীতবস্ত্র বিতরণকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং সাধারণ মানুষের ভিড়ে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশ-জাতির কল্যাণে দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow