খালেদা জিয়ার জন্মদিনে পূজা ফ্রন্টের বিশেষ প্রার্থনা

11 hours ago 5
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভা হয়। প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, ঢাকা মহানগর সভাপতি গৌতম মিত্র, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোবিন্দ কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক সুভাস বাড়ৈ, সহ-সাংগঠনিক সম্পাদক পিন্টু দাস, সহ-দপ্তর সম্পাদক সীমান্ত দাস প্রমুখ। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া। ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। এ দম্পতির দুই সন্তান, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো।    
Read Entire Article