খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানালেন মিনু

6 hours ago 7

ঈদের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহামন মিনু। 

সোমবার (১৭ মার্চ) রাজশাহী নগরীর ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, দেশের নির্বাচন পরিস্থিতিতে নেতাকর্মীকে সক্রিয়া থাকতে হবে। দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আগামী ঈদের পরেই দেশে ফিরবেন।

মিজানুর রহমান মিনু ওয়ার্ড বিএনপির ও থানা বিএনপির ত্যাগী নেতাদের নাম উল্লেখ করে বলেন, তারাই দলটির প্রকৃত নেতা, তারা তৃণমূলে মানুষের সুখ-দুখে পাশে থেকে মানুষের দুঃখ-কষ্ট বুঝেছে। বিগত ১৭ বছর আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে নানাভাবে নিপীড়নের শিকার হয়েছে দলের সর্বস্তরের নেতারা। 

রাজশাহী বিএনপির এই নেতা বলেন, বিগত সময় ফ্যাসিস্ট সরকারের দমন পিড়নে যে ক্ষতি মানুষের হয়েছে তা দেশের জনগণকে ফিরিয়ে দিতে হবে।

এর আগে বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এবারের নির্বাচনে কাউকে ভোট চুরি করতে দেওয়া হবে না। এখন থেকেই ওয়ার্ড ওয়ার্ড বিএনপির প্রকৃত নেতৃত্ব দেখে এজেন্ট ঠিক করতে হবে। রাতের ভোট আর প্রশাসনের সহায়তায় কাউকে ভোট করতে দেয়া হবে না। প্রতিটি কেন্দ্র পাহারা দেওয়া হবে।

পরে ইফতার ও দোয়ার আয়োজনে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা, বিগত ১৭ বছরে দলের সর্বস্তরের নিহত নেতাদের এবং জুলাই আন্দোলনে আহত নিহতদের জন্য দোয়া করা হয়। এসময় দুই নম্বর ওয়ার্ড বিএনপির সঙ্গে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা বিএনপি মোল্লাপাড়া, আশ্রয়ণ এবং আশপাশের নগবাসীদের উপস্থিতি ইফতারের আয়োজনকে জনসভায় রূপান্তর করে।

Read Entire Article