খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ভোট চাচ্ছেন নেতাকর্মীরা

4 hours ago 4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ নেতাকর্মীরা। 

বুধবার (৫ নভেম্বর) বগুড়া শহরতলি বনানী ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ও মিষ্টি বিতরণ করা হয়।

গণসংযোগকালে ভিপি সাইফুল ইসলাম বলেন, বগুড়াবাসীর প্রাণের দাবি ছিল বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করবেন। এটি এখন বাস্তবে রূপ নিয়েছে। বগুড়ার মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। সে কারণে বগুড়ার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আমরা সবাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য নির্বাচনে কাজ করছি। বগুড়ার মানুষ বারবার ধানের শীষের প্রার্থীদের ভোট দেন। সে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বারবার জয়লাভ করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রুহুল আমিন সুমন, আব্দুল মতিন কাজি, যুবনেতা রাঙ্গা, ছাত্রনেতা রবিউল আওয়াল, মুন্না, শিমুল ইসলাম জকি ও আরিফিন।

Read Entire Article