খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, খালেদা জিয়া নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়ন করেছেন। ভোটাধিকার বাস্তবায়নে তিনি তত্ত্বাবধায়ক বিল পাস করেছেন। তিনি প্রশাসনকে ব্যবহার করে জোর-জবরদস্তি করে কখনো ক্ষমতায় থাকেননি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়নের নেকজানপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া কখনোই জোর করে ক্ষমতায় থাকেননি। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জনগণের রায় মেনে নিয়ে বিরোধীদলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। আমরা বলি, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’। আগামী দিনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করা হবে। চরাঞ্চলের উন্নয়ন কীভাবে করা যায়, সে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সভায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারের স

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, খালেদা জিয়া নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বাস্তবায়ন করেছেন। ভোটাধিকার বাস্তবায়নে তিনি তত্ত্বাবধায়ক বিল পাস করেছেন। তিনি প্রশাসনকে ব্যবহার করে জোর-জবরদস্তি করে কখনো ক্ষমতায় থাকেননি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়নের নেকজানপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া কখনোই জোর করে ক্ষমতায় থাকেননি। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জনগণের রায় মেনে নিয়ে বিরোধীদলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। আমরা বলি, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’। আগামী দিনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করা হবে। চরাঞ্চলের উন্নয়ন কীভাবে করা যায়, সে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সভায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাবেক সভাপতি আব্দুর রউফ ফকির রনিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow