খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি। দেশ মাতৃকার পরীক্ষায় তিনি ১০০-তে ১০০ পেয়েছেন। তিনি ইচ্ছে করলে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। তিনি ব্যক্তিগত ভোগ-বিলাসকে তুচ্ছ মনে করেছেন। তিনি দেশের স্বার্থ, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় খায়রুল কবির খোকন বলেন, দেশনেত্রী গণতন্ত্রের পক্ষে কথা বলায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ক্যাঙারু আদালতে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। তাকে পরিত্যক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। তাকে সেখানে ৬টি বছর বিনা কারণে, বিনা অপরাধে নির্যাতন করা হয়েছে। তাকে ঠুনকো আইনি ব্যাখ্যা দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেওয়া হয়নি।

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি। দেশ মাতৃকার পরীক্ষায় তিনি ১০০-তে ১০০ পেয়েছেন। তিনি ইচ্ছে করলে অনেক বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন। তিনি ব্যক্তিগত ভোগ-বিলাসকে তুচ্ছ মনে করেছেন। তিনি দেশের স্বার্থ, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় খায়রুল কবির খোকন বলেন, দেশনেত্রী গণতন্ত্রের পক্ষে কথা বলায়, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে ৩৬টি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ক্যাঙারু আদালতে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। তাকে পরিত্যক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে। তাকে সেখানে ৬টি বছর বিনা কারণে, বিনা অপরাধে নির্যাতন করা হয়েছে। তাকে ঠুনকো আইনি ব্যাখ্যা দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দেওয়া হয়নি। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) বলেন, সারাদেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের মাধ্যমে কোরআন খতম দিয়েছি। আমরা চাই দেশনেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টুর (সিআইপি) সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সহসভাপতি এমএ জলিল, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ রিকাবদার, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, রমনি গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া রিটন, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ূম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, আউলাদ হোসেন মোল্লা, নাসির উদ্দিন, আসাদুজ্জামান, সারোয়ার হোসেন ঝন্টুসহ ব্যবসায়িক, রাজনৈতিক, সুশীল সমাজ ও চেম্বারের পরিচালকরা।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাজহারুল ইসলাম মাজহারী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow