খালেদা জিয়া সংগ্রাম ও সাহসের প্রতীক : কাজী বাশার

বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ-বিষয়ক সহসম্পাদক ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাজী আবুল বাশার বলেছেন, ‘গৃহবধূ থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা খালেদা জিয়া হলেন সাহস, সংগ্রাম ও পরিবর্তনের প্রতীক। তিনি বহুবার ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সময়ের অস্থিরতা পেরিয়ে বাংলা রাজনীতিতে নিজের অবস্থান গড়ে তুলেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।’  সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওয়ারিস্থ যোগীনগরে নিজ কার্যালয়ে দোয়া মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী আবুল বাশার বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের আপোষহীন নেত্রী। দেশের অভূতপূর্ব উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে দেশের ক্রান্তিকালে তিনি জাতির অভিভাবক হিসেবে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া ও মিনতি করি যেন তিনি আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করি।’ দোয়া মাহফিলে বিএনপির বনবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণ

খালেদা জিয়া সংগ্রাম ও সাহসের প্রতীক : কাজী বাশার

বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ-বিষয়ক সহসম্পাদক ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাজী আবুল বাশার বলেছেন, ‘গৃহবধূ থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা খালেদা জিয়া হলেন সাহস, সংগ্রাম ও পরিবর্তনের প্রতীক। তিনি বহুবার ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সময়ের অস্থিরতা পেরিয়ে বাংলা রাজনীতিতে নিজের অবস্থান গড়ে তুলেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।’ 

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওয়ারিস্থ যোগীনগরে নিজ কার্যালয়ে দোয়া মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী আবুল বাশার বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের আপোষহীন নেত্রী। দেশের অভূতপূর্ব উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে দেশের ক্রান্তিকালে তিনি জাতির অভিভাবক হিসেবে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া ও মিনতি করি যেন তিনি আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করি।’

দোয়া মাহফিলে বিএনপির বনবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মো. শরীফ হোসেন শরীফ এবং স্থানীয় মসজিদের ইমামসহ ওয়ারী থানার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
দোয়া মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow