খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের কল্যাণে কাজ করছে : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) মুকসুদপুর উপজেলার কহলদিয়া গ্রামে বাটিকামারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেলিমুজ্জামান সেলিম বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, জেলা কৃষকদলের সভাপতি বদরুজ্জামান এজাজ, ইউপি চেয়ারম্যান বাদত মাতুব্বর, সমাজসেবী বাবু ফকির, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামু

খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের কল্যাণে কাজ করছে : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মুকসুদপুর উপজেলার কহলদিয়া গ্রামে বাটিকামারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেলিমুজ্জামান সেলিম বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, জেলা কৃষকদলের সভাপতি বদরুজ্জামান এজাজ, ইউপি চেয়ারম্যান বাদত মাতুব্বর, সমাজসেবী বাবু ফকির, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, ব্যারিস্টার সানজিদ হোসেন কৌশিক, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow