খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি জানালেন মির্জা ফখরুল 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অসুস্থ এবং চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত রেখেই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।” গত রোববার থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এবং অবস্থাকে সংকটজনক বলে জানায় বিএনপি। বৃহস্পতিবার থেকে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা অব্যাহত রয়েছে। এই

খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি জানালেন মির্জা ফখরুল 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অসুস্থ এবং চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত রেখেই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

গত রোববার থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে এবং অবস্থাকে সংকটজনক বলে জানায় বিএনপি। বৃহস্পতিবার থেকে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা অব্যাহত রয়েছে।

এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনহোপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow