খালেদা জিয়ার নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা : মির্জা মোস্তফা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে আছেন। তার নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার আরোগ্য কামনায় ও দেশের মঙ্গলের জন্য দোয়া করছি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লায় প্রয়াত এম মির্জা মোরাদুজ্জামানের বাসভবনে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডা. এম. এ. লতিফ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক রতন, জেলা শ্রমিকদলের সাবেক

খালেদা জিয়ার নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা : মির্জা মোস্তফা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের হৃদয়ে আছেন। তার নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার আরোগ্য কামনায় ও দেশের মঙ্গলের জন্য দোয়া করছি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লায় প্রয়াত এম মির্জা মোরাদুজ্জামানের বাসভবনে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডা. এম. এ. লতিফ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক রতন, জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হক সাজু, জেলা বিএনপির সদস্য মো. আসলাম উদ্দীন, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, থানা বিএনপি নেতা আবু কায়েস ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান। 

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow